|
---|
নিজস্ব প্রতিবেদক:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই সামনে এল অন্য চিত্র। মুর্শিদাবাদ জেলা যেন জতুগৃহে পরিণত হয়েছে। শুক্রবারের পর শনিবারও জেলার একাধিক জায়গা থেকে তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর, বড়ঞা ও খড়গ্রামে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র । অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত, সামশেরগঞ্জে উদ্ধার হল তাজা বোমা। ফরাক্কাতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, রাতের অন্ধকারে আগ্নে়াস্ত্রসহ এক যুবককে গেপ্তার করেছে বড়ঞা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে খোরজুনা অঞ্চলের ভবানী নগর গ্রামে মফিজুল খাঁ এর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃত বিরাজুল খাঁয়ের কাছে থেকে একটি কার্তুজ ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে 25,1(i) (a) আর্মস এ্যাক্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে কান্দি মহকুমা আদালতে বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।বড়ঞার পাশাপাশি, খড়গ্রামে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ একজনকে গ্রেফতার করে খড়গ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লাল মহম্মদ সেখ। বাড়ি খড়গ্রাম থানার কাশিয়াডাঙ্গা গ্রামে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শনিবার কান্দি মহকুমা আদালতে পেশ করে খড়গ্রাম থানার পুলিশ, ধৃত কেও তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। পাশাপাশি, শুক্রবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে সেভেন পয়েন্ট সিক্স এম এম পিস্তল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশু সেখ।বাড়ি ইসলামপুর থানার বোরাকুলি গ্রামে। ধৃত কে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে শনিবার পেশ করা হয় বহরমপুর আদালতে।