|
---|
আলম সেখ,নতুন গতি: আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয় ওনার সংগঠন আহলে সুন্নাতুল জামাতের একজন অসুস্থ কর্মীকে দেখা করতে গিয়ে ছিলেন সেখানে সওকাত মোল্লা তার তৃণমূল কংগ্রেসের দলবল নিয়ে ওনার উপর হামলা করে দেই। বোমা লাঠি নিয়ে এসে আব্বাস সিদ্দিকির লোকজন দের উপর হামলা করে দেই ওনার গাড়ি ভাঙচুর করে দেই। ওনাকে খুনের হুমকি পর্যন্ত দেই।
এই সমস্ত কার্যকলাপ পুলিসের সামনেই হয় বলে জানান পীরজাদা আব্বাস সিদ্দিকি। উনি তৃণমূল কংগ্রেসের উপর অভিযোগ দায়ের করেন উনি বলেন আজকে বাংলায় তৃণমূল ও বিজেপির মধ্যে কোনো ফারাক রইলো না। আমি সাধারণ মানুষের জন্য, সংখ্যালঘু মুসলিম দলিত আদিবাসীদের জন্য কথা বলাই আমার উপর আজকে হামলা।
ওনার উপর এই হামলার জোরালো প্রতিবাদ চেয়েছেন উনি, ওনার সংগঠনের প্রতিটা কর্মীকে রাস্তায় নেমে বিরোধিতা করার আর্জি জানান তিনি ওনার সেই বক্তব্য শোনার পর থেকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জায়গায় পথ অবরোধ, বিক্ষোভ শুরু করে দেই আহলে সুন্নাতুল জামাত। এখনও সরাসরি একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন চলেছে উপস্থিত আছে খোদ পীরজাদা আব্বাস সিদ্দিকি।