ঊর্ধ্বমুখী বাজারে মিড-ডে মিলের মিল প্রতি বরাদ্দ বাড়ল

হামিম হোসেন মণ্ডল, ন‌ওদা : এবার পুজোর ছুটি পড়েছিল ৩০ সেপ্টেম্বর থেকে। দুর্গা ও লক্ষী পুজোর ছুটি কাটিয়ে ১২ অক্টোবর খুলল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ১৩ অক্টোবর এক অর্ডারে (491-ES(CMDMP)/GENL-23/2915 dt 13.19.2022) পড়ুয়াদের অমৃতসুধা মিড-ডে মিলে বরাদ্দ বাড়ানো হল মাথাপিছু প্রাথমিকে মাত্র ৪৮ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ৭২ পয়সা।বাড়াল কেন্দ্র সরকার। ১ অক্টোবর থেকে এই নতুন মিল রেট কার্যকারি হবে জলেও জানানো হয়েছে। তবুও যেন স্বস্তি নেই মিড-ডে মিল চালানো শিক্ষক-শিক্ষিকাদের।

    তাদের মতে, যে হারে আনাজপাতি, ও জ্বালানীর মূল্যবৃদ্ধি ঘটছে তাতে করে তুলনামূলকভাবে কম পড়ুয়ার বিদ্যালয়গুলিতে মিড-ডে মিল চালাতে নাভিশ্বাস অবস্থা হচ্ছে। মুর্শিদাবাদের ন‌ওদায় ৩০ টাকা প্রতি কেজি আলুর দাম। সরিষার তেল এখন লিটার প্রতি কমবেশি ১৬০ টাকা। অক্টোবর মাস থেকে মিড-ডে মিলের মিল রেট বা মিল প্রতি প্রাথমিকে ৫ টাকা ৪৫ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ৮ টাকা ১৭ পয়সা বরাদ্দ হল। এই হিসেব অনুযায়ী সোমবার মুর্শিদাবাদ জেলার মোট ৩৩টি ব্লকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে অক্টোবর ও নভেম্বর মাসের জন্য ১৯৬১১০৮৪৬ টাকা অগ্রিম বরাদ্দ করা হয়েছে। ন‌ওদা ব্লকের প্রাথমিকের জন্য ২৯৭০৪৬৮টাক ও উচ্চ প্রাথমিকে ২৪৬৯১৭০টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ ভর্তুকি বা বরাতেই চলে মিড-ডে মিলের দৈনন্দিন খরচ। তাই রাজ্য সরকারকেউ তাদের বরাদ্দ বাড়ানোর আর্জি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।