প্রজাতন্ত্র দিবসের দিনে স্কুল খোলার দাবী নিয়ে পথে এপিডিআর

বাবলু হাসান লস্কর : প্রজাতন্ত্র দিবসের দিনে, ২৬শে জানুয়ারি ২০২২ সকাল ১১টায়  মুর্শিদাবাদ জেলায় APDR, ডোমকল শাখার উদ্যোগে, ডোমকল ব্রীজ মোড় থেকে পুরনো বিডিও অফিস মোড় পর্যন্ত পদযাত্রা করল মুর্শিদাবাদ জেলা এপিডিআরের সদস্যরা। দীর্ঘদিন ধরে এপিডিআর এর প্রতিটি জেলার সদস্যরা বারে বারে প্রতিবাদ জানিয়ে আসছেন। সমস্ত কিছু খোলা থাকলেও স্কুল বন্ধ, আর তা নিয়ে পথে নামল এপিডিআর মুর্শিদাবাদ জেলা শাখা। মূলত তাদের দাবি। বিনা শর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে পঠন পাঠন শুরু করা,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অফলাইনে করার ব্যবস্থা করা, জাতীয় শিক্ষানীতি (NEP 2020) সম্পূর্ণ বাতিল করা। পদযাত্রায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষানুরাগী মানুষরা পদযাত্রায় শামিল হন। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এপিডিআর এর সদস্যরা স্কুল খোলার দাবি জানিয়ে আসছে। যেখানে বাজার রেস্তোরাঁ সিনেমা হল খোলা থাকলেও স্কুল বন্ধ। অবিলম্বে স্কুল খোলার দাবী নিয়ে রাস্তায় এপিডিআর।