|
---|
নিজস্ব সংবাদদাতা : রোজ দুবেলাই সকাল থেকে সন্ধ্যায় ধোয়া এবং তেল দিচ্ছেন।এই কাউন্সিলার।তিনি জানিয়েছেন তার কর্তব্য তিনি করে চলেছেন। কারন এবারে শিলিগুড়িতে ডেঙ্গু ছড়িয়েছে ব্যাপকভাবে।প্রতিটি ওয়ার্ডেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রচুর। শ্রাবনী দত্তের অভিযোগ প্রচুর বলা হলেও কেউ শোনেন না কথা। কারন ডেঙ্গুকে রুখতে হলে সাবধানতা অবসম্ভাবী। ১৪নং ওয়ার্ডেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রচুর। আমি চেষ্টা করছি একটু হলেও এই ডেঙ্গুর প্রভাব কমানোর। শ্রাবনী দত্ত দুবারের বিজয়ীনী শ্রাবনী দত্ত এবারে ১৪ নং ওয়ার্ডের জন্য অন্যভাবে কিছু করতে চান। ডেঙ্গুর আতঙ্ক যখন ছড়িয়ে পড়েছে গোটা শিলিগুড়িতে নিজে উপস্থিত থেকে তার সাথে লড়াই করে চলেছেন এই এম আই সি এবং কাউন্সিলার। জানিয়ে দিলেন তিনি আমি চেষ্টা করছি,তবে সবার সহযোগীতা দরকার,তবেই সফল হবে আমার লক্ষ।জানিয়ে দিলেন শ্রাবনী দত্ত কাউন্সিলার হয়েও যিনি ভোলেন নি তার কর্তব্য। আজকে ডেঙ্গুর আতঙ্ক যখন আবার ঘরে ঘরে ঢুকে যাচ্ছে তখন লড়াই করে যাচ্ছেন শিলিগুড়ির এম এম আই সি এবং ১৪নং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত।