জামুড়িয়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনী

স্টাফ রিপোর্টার : পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার জামুড়িয়া বিধানসভার খনি-শিল্পাঞ্চলের চিঁচুড়িয়া রবীন্দ্র নগর কলোনির রবীন্দ্র-নজরুল মঞ্চে জামুড়িয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হয় । উপস্থিত ছিলেন রাজ্য আই এন টি টি ইউ সি’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক ভি শিবদাসন, অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি ও আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জেলা মহিলা সংগঠনের সভানেত্রী মিনতি হাজরা, জেলা পরিষদের অধ্যক্ষ তাপস চক্রবর্তী, জেলা কর্মাধ্যক্ষ বকুল মণ্ডল, ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী, যুব সংগঠনের পঞ্চানন রুইদাস, ছাত্র সংগঠনের জুয়েল কাজী প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সিদ্ধার্থ রাণা । অনুষ্ঠানে জামুড়িয়া ব্লক ২ এর ৯০ টি বুথ থেকে ২ জন করে মোট ১৮০ জন বুথ কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক ভি শিবদাসন, রাজ্য আই এন টি টি ইউ সি’র সভাপতি, প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ও আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক প্রমুখ।
উল্লেখ্য, আসানসোল লোকসভা উপ নির্বাচনে তিন লক্ষাধিক ভোটে শত্রুঘ্ন সিনহার বিজয়ের পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনোবল তুঙ্গে রয়েছে। পঞ্চায়েত ও পুরসভার সমস্ত বোর্ড রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। বিরোধী বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের কোনও সংগঠন নেই বললেই চলে। স্বাভাবিক ভাবেই, পঞ্চায়েত নির্বাচনের সামান্য সময়ের দূরত্বে অনুষ্ঠিত বিজয়া সম্মিলনীর এই অনুষ্ঠান কর্মী সমর্থকদের আরও উজ্জীবিত করবে বলে জেলার রাজনৈতিক মহলের অভিমত। তারকাখচিত এই অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মত।