ইন্টারসিটি এক্সপ্রেসে (হাওড়া – আজিমগঞ্জ-মালদা )নিত্য দিন প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হয় যাত্রীদের

সুজাউদ্দিন সেক, নতুন গতি:

    ইন্টারসিটি এক্সপ্রেসে (হাওড়া – আজিমগঞ্জ-মালদা )নিত্য দিন প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হয় যাত্রীদের |পা রাখার জায়গা থাকেনা সংরক্ষিত অসংরক্ষিত কোনো কামরাতেই |রেল কতৃপক্ষ প্রচুর আয় করেন এই ট্রেনটি থেকে |তবুও যাত্রীরা সেরকম নিরাপত্তা পাননা |নিরাপত্তা পাননা শৌচালয়েরও |দেখা গেল ট্রেনের শৌচালয়েরই একটি বাথরুমের দরজা সম্পূর্ণ খোলা অবস্থায় |দীর্ঘ রাস্তার যাতায়াতে যাত্রীরা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন |আবার অধিকাংশ শৌচালয় নোংরা অপরিচ্ছন্ন |যাত্রীদের কথায় ‘আমরা টিকিট কেটেও রেলের সুবিধা ঠিকমতো পাচ্ছিনা |রেল কতৃপক্ষের কাছে অনুরোধ যাতে তাঁরা বিষয়টিকে খতিয়ে দেখেন I