‌ছাত্রী‌দের জন্য ‘খ‌লিল লাই‌ব্রেরী’র উ‌দ্বোধন হল বেস আন নূ‌র ম‌ডেল স্কু‌লে

সুবিদ আবদুল্লাহঃ দ‌ক্ষিণ দিনাজপু‌র জেলার হ‌রিপুর বেস আন নূর ম‌ডেল স্কু‌লের ছাত্রী‌দের জন্য নিজস্ব পাঠাগার ‘খ‌লিল লাই‌ব্রে‌রি’র উ‌দ্বোধন করা হল। উ‌দ্বোধন কর‌লেন প‌শ্চিমবঙ্গ সরকা‌রের প্রাক্তন বি‌শেষ স‌চিব শিক্ষানুরাগী সৈয়দ না‌সিরু‌দ্দিন। মহ‌তি এই উ‌দ্বোধ‌ন অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন হাজী মহম্মদ খ‌লিল স্বয়ং। যি‌নি ছাত্রী‌দের জন্য লাই‌ব্রেরী তৈ‌রির সমস্ত খরচ বহন ক‌রেছেন। প‌শ্চিমব‌ঙ্গের একা‌ধিক স্ব-উ‌দ্যো‌গের আবা‌সিক শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের উন্নয়‌নে কোনও না কোনওভা‌বে জ‌ড়ি‌য়ে আ‌ছেন সমাজ‌সে‌বি হাজী মহম্মদ খ‌লিল। রা‌জ্যের স্ব-উ‌দ্যো‌গের শিক্ষা আ‌ন্দোল‌নে প্রথম জ‌মিদাতা হ‌লেন তি‌নি। একই স‌ঙ্গে উ‌দ্বোধন হল সা‌হি‌ত্যিক আবদুর রউ‌ফ লি‌খিত মহম্মদ খ‌লিল-এর জীবনী ‘এক আ‌লো‌কিত মানুষঃ মহম্মদ খ‌লিল’। প্র‌য়োজনী এই জীবনী‌টি উ‌দ্বোধন ক‌রেন কলকাতা হাই‌কো‌র্টের চিফ ইন্টার‌পিটার র‌ফিকুল ইসলাম। গ্রন্থ‌টি প্রকাশের উ‌দ্যো‌গ নি‌য়ে‌ছে বেস আন নূর ম‌ডেল স্কু‌লের প্রকাশনা বিভাগ , বেস আন নূ‌রের সম্পাদক খা‌দেমুল ইসলাম প্রার‌ম্ভিক কিছু কথার মধ্য দি‌য়ে অনুষ্ঠা‌নের শুভ সূচনা ক‌রেন। স্কু‌লের ছাত্রী‌দের জন্য এমন এক‌টি পাঠাগা‌রের প্র‌য়োজনীয়তার কথা তি‌নি ব্যক্ত ক‌রেন। সেই চা‌হিদা পূর‌নের জন্য খ‌লিল সা‌হেব‌কে তি‌নি ধন্যবাদ জানান। এরপর স্কু‌লের ছাত্রীরা সঙ্গীত, আবৃ‌ত্তি প‌রি‌বেশন ক‌রে উপ‌স্থিত অতি‌থি‌দের মুগ্ধ ক‌রে দেন।সভায় অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন শিক্ষা‌বিদ আবদুল বা‌সির, স্কু‌লের প্রধান শিক্ষক আইয়ুব আনসার, শিক্ষা‌বিদ জয়নাল আ‌বে‌দিন, শিক্ষ‌বিদ আবুল কালাম আজাদ প্রমুখ। ‌