বিতর্কের অবসান ঘটিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করলো সরকার।

মোহাম্মদ রাইহানুল হক, নতুন গতি : দীর্ঘ টালবাহানার পরে অবশেষে রাজ্য সরকার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গেজেট প্রকাশ করলো। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির মান্যতা পেলো এই গেজেটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়েছে ‘ দ্য মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ‘ এবং সেটি রাজ্য সরকারের প্রস্তাবিত বহরমপুর কৃষ্ণনাথ কলেজেই হচ্ছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষামহলে গেজেট প্রকাশকে স্বাগত জানিয়েছে।

    তবে অনেকেই বিশ্ববিদ্যালয়ের নাম ও ক্যাম্পাসের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেকের দাবি ছিলো বিশ্ববিদ্যালয় হোক বাংলার শেষ নবাব সিরাজ উদ দৌলার নামে এবং নতুন জায়গায়। এব্যাপারে জেলায় বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম প্রধান মুখ ‘ ফোরাম ফর ইউনিভার্সিটি ইন মুর্শিদাবাদ’ – এর সভাপতি আইনজীবী মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানালেন, ‘ বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশকে আমরা স্বাগত জানালেও আমাদের দাবি ছিলো কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাস  বাদ দিয়ে নতুন কোনো জায়গায় প্রতিষ্ঠা করার। বিশেষ করে জেলার মাঝামাঝি এবং ৩৪ নং জাতীয় সড়ক লাগোয়া পতিত বা এক ফসলী জমি অধিগ্রহণ করে করা যেতেই পারে।আমরা এব্যাপারে সরকারের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি’।

    তবে জেলাবাসীর অনেকেই ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ দেখার মতো আশঙ্কা প্রকাশ করে বলছেন যে এটা হয়তো ভোটের চমক। কেননা আট মাস আগে ঘোষণা করে সরকার পঞ্চায়েত ভোট বৈতরণী পার করেছে। সামনে লোকসভা ভোট উতরানোর জন্যও গেজেট প্রকাশ হতে পারে। তবুও জেলাবাসী আশাবাদী সরকার অতিশীঘ্রই পঠনপাঠন শুরু করে দীর্ঘদিনের বঞ্চনার মুক্তি দেখাবে। নামকরণ আর ক্যাম্পাস যেখানেই হোক বিশ্ববিদ্যালয় পাওয়ায় জেলাবাসীর মধ্যে খুশির হাওয়া বইছে তা বলার অপেক্ষা রাখেনা।