|
---|
খান আরশাদ, রাজনগর: ফের উত্তপ্ত হয়ে উঠলো বীরভূমের নানুর। সংঘর্ষে মাথা ফাটলো নানুর থানার ওসির। মঙ্গলবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল নানুর। নানুরের বন্দর গ্রামে রাতভর চলে বোমাবাজি। বিজেপির অভিযোগ মঙ্গলবার নানুরের বন্দর গ্রামের এক বিজেপি কর্মীকে মিথ্যা দোষী সাজিয়ে ধরে নিয়ে যায় পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে নানুরের পালিতপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। বাঁশ, লাঠি নিয়ে তেড়ে যায় পুলিশকে। লাঠির আঘাতে জখম হন নানুর থানার ওসি মনোজ সিং। ঘটনায় আরও ৪জন পুলিশ কর্মী জখম হন। তৃনমূলের সঙ্গেও সংঘর্ষ বাধে বিজেপির। ঘটনায়এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।