মহিলা দলের কেঁচো সার তৈরীর প্রশিক্ষণ বাংলা সীমান্ত ঝাড়খন্ডের রানীশ্বর ব্লক

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: দুমকা জেলা নাবার্ডের আর্থিক সহায়তায় এবং বীরভূমের মহম্মদ বাজার ব্লকের আঙ্গারগড়িয়া সৃজনী শিক্ষা নিকেতনের পরিচালনায় এক সপ্তাহব্যাপী কেঁচো সার তৈরির প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয় আজ১২ ই জুন ঝাড়খন্ডের রানীশ্বর ব্লকে। ঘটনার বিবরণে প্রকাশ রানীশ্বর ব্লক এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ১৫০ জন মহিলা হাতে কলমে এই প্রশিক্ষণ নিচ্ছেন। এদিনের মহতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকা জেলা নাবার্ডের অধিকর্তা তথা ডি,ডি,এম নবীন চন্দ্র ঝা,লীড ব্যাঙ্কের ম্যানেজার,সুখজোড়া পঞ্চায়েতের মুখিয়া প্রতিমা হেমরম, সৃজনী শিক্ষা নিকেতনের সভাপতি উদয়ন সরকার প্রমুখ। প্রশিক্ষণ শেষে মহিলারা নিজ নিজ বাড়িতে কেঁচো সার তৈরি ও প্যাকেজ করবে এবং সেগুলো বাজারজাত বা ব্যবসা করতে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে জানা গেছে। এক্ষেত্রে মহিলারা একদিকে যেমন স্বনির্ভর হবে অন্যদিকে চাষীভাইরা হাতের কাছে কমদামে সার পাবে তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় খাদ্য থেকে রাসায়নিক বা বিষমুক্ত সবজি, ফসল পাওয়া যাবে তথা জৈব সার ব্যবহারে পরিবেশ ও সুস্থ থাকবে, একান্ত সাক্ষাৎকারে কতগুলো জানান সৃজনীর সভাপতি উদয়ন সরকার।