|
---|
নূর আহমেদ,মেমারি : ৫ফেব্রুয়ারি,শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। আজ সোমবার ইতিহাস পরীক্ষা। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তৈরি পরীক্ষার্থীরা। স্কুলের চেনা গণ্ডি পেরিয়ে জীবনে প্রথম বড় পরীক্ষা অন্য পরীক্ষা কেন্দ্রে দিতে চলেছে তাই সাথে রয়েছে তাদের সঙ্গে অভিভাবকেরা। আর পরীক্ষার্থীদের উৎসাহ দিতে হাজির হয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। জানাযায় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এ পার্শবর্তী এলাকা আমাদপুর, আঝাপুর, গন্তার, রাধাকান্তপুর ও রসুলপুর হাই স্কুলের ৩৬৪ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে যার মধ্যে ২ জন প্রতিবন্ধি।
সোমবার মেমারি শহর আইএনটিটিইউসির উদ্যোগে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এ পরীক্ষা দিতে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ, পেন দিয়ে শুভেচ্ছা জনানো হয়। এছাড়াও জানা যায় পরীক্ষার্থীদের বাড়ি থেকে স্কুল যাতায়তের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু, মেমারি পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের শহর সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভ সাঁতরা, মেমারি শহর আইএনটিটিইউসির সভাপতি আসরফ আলি সহ অন্যান্য নেতা ও কর্মীরা।