শিশু দিবস সাড়ম্বরে উদযাপিত হল ইংরেজ বাজার ব্লকের সাতঘরিয়া আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে

সংবাদদাতাঃ মোথাবাড়ি : ১৪ ডিসেম্বর বুধবার শিশু দিবস সাড়ম্বরে উদযাপিত হল ইংরেজ বাজার ব্লকের সাতঘরিয়া আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে ।এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতি ও মালদা নেহেরু যুব কেন্দ্র । এদিন বসে আকো ,কবিতা,ভাষণ সহ একগুচ্ছ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এছাড়া ও অপুষ্টি শিশু দের স্বাস্থ্য পরীক্ষা, দুঃস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষার সামগ্রী বিতরণ করে উদ্যোগতারা । গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক নজরুল ইসলাম বলেন, শিশুরা জাতির ভবিষ্যত্ । শিশু দের স্বাস্থ্য, শিক্ষা ও সামগ্রিক বিকাশসাধনের জন্য আজকের দিনে সবাই কে এগিয়ে আসার আহ্বান জানান নজরুল ইসলাম । প্রতি বছর যথোচিত মর্যাদার সাথে শিশু দিবস পালন করছি । এবার ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, উপপৌরপতি দুলাল সরকার, হোমিও চিকিৎসক ডা রফিকুল হাসান, প্রধান শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র, নেহেরু যুবকেন্দ্রের আনারুল হক, নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান তজিবুর রহমান প্রমুখ। অন্যদিকে কালিয়াচক-৩ ব্লকে শিশুদিবসে ১৬ মাইল হোলি মিশনের শুভ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার , পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানাজ বেগম, প্রধান সোমা রায় প্রমুখ। মিশনের সম্পাদক রেজাউল করিম বলেন, শিশুদের শিক্ষার মাধ্যমে একটি জাতি এগিয়ে চলে। ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন বিদ্যালয়ের উদ্বোধন হল এবং একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল শিশু দিবস। এদিন কালিয়াচক গার্লস হাইস্কুলে ও উদযাপিত হয় শিশু দিবস। এই উপলক্ষে একদল ছাত্রীদের নিয়ে স্কুলের হলঘরে “সাংবাদিকতা প্রশিক্ষণ ও মোবাইল ফোন ব্যবহার” শীর্ষক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্যোগতা শিক্ষক- সাংবাদিক মোহা: আনোয়ারুল হক বলেন শিশু দিবসে ছাত্রীদের মধ্যে সচেতনতার উদ্দেশে বেলুড় মঠের রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ব বিদ্যালয়ের আর্থিক সহায়তায় ও স্বেচ্ছাসেবী সংস্থা অফার এর সহযোগিতায় অনুষ্ঠান হচ্ছে। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা মল্লিকা সরকার । সংবাদ বিষয়ে প্রধান আলোচক ছিলেন কালিয়াচকের বাসিন্দা তথা মালদা জেলার বিষিষ্ট সাংবাদিক সংবাদ প্রতিদিন পত্রিকার বাবুল হক, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক এজাজুল হক, মল্লিকা সরকার সহ অনেকে ।উপস্থিত ছিলেন শিক্ষিকা দেবমিতা সরকার, রুম্পা চ্যাটার্জী, সাংবাদিক রেজাউল করিম, নিউজ চ্যানেলের চিত্র সাংবাদিক ঝন্টু মন্ডল, কালিয়াচক বার্তার পোর্টালের সম্পাদক আসাদুল হক প্রমুখ।