সামি সোতে কুপোকাত অস্ট্রেলিয়া, ভারত জয়ী ৬ রানে

নিজস্ব সংবাদদাতা : আর কদিন পরেই আলোর উৎসব দীপাবলি, বিভিন্ন প্যান্ডেল গুলিতে হবে লেজার সো তাক লাগিয়ে দেবে আমাদের। তবে দীপাবলীর আগে মোহাম্মদ সামির সোতে আমরা মন্ত্রমুগ্ধ। আজ ছিল ওয়ার্ল্ড কাপের আগে প্রস্তুতি ম্যাচ, ভারত বনাম অস্ট্রেলিয়া। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান। কে এল রাহুল বিধ্বংসী ৫৭ রানের ইনিংস খেলেন, এছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে আসে ১৯ রান, দীনেশ কার্তিক করেন ১৪ বলে ২০। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার লাস্ট ওভারে দরকার ছিল ৬ বলে ১১ রান, ইনিংস এর শেষ ওভার বল করতে আসেন মোহাম্মদ সামি। অস্ট্রেলিয়ান টেল আন্ডার ব্যাটসম্যানরা তার সামনে দাঁড়াতেই পারেননি। শেষ চার বলে অস্ট্রেলিয়ার চার উইকেট পড়ে যায়, কোন রান তুলে। সামী শেষ ওভারে বল করতে এসে ৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। সামি ম্যাজিক কে হার মানতে বাধ্য হয় অস্ট্রেলিয়ানরা।