|
---|
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার কানাডার বিরুদ্ধে খেলতে নেমেছিল মরক্কো। অনায়াসে কানাডাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেল। ম্যাচ শুরু থেকেই মরক্কো খেলার ছন্দে ছিল। ম্যাচের ৪ মিনিটে প্রথম গোল পায় মরক্কো, এরপর ম্যাচের ২৩ মিনিটে আবার গোল করে এগিয়ে যায়। ৪০ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে সমতা ব্যবধান কমায় কানাডা।দ্বিতীয় অর্ধে কানাডা অনেক চেষ্টা করে ব্যবধান কমানোর, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। এই ম্যাচ জিতে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যায় মরক্কো। অপরদিকে কোন ম্যাচ জিততে না পেরে কানাডা বিশ্বকাপ থেকে ছিটকে গেল।