আমার বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্যি হয় তাহলে আমি সব শাস্তি মাথায় পেতে নেবো

নিজস্ব সংবাদদাতা : গতকাল দিলীপ ঘোষের অভিযোগের উত্তরে আজ এই কথাই জানালেন মেয়র গৌতম দেব।তিনি আরো জানান আমি কোনদিনই এই কাজকে সমর্থন করি নি,আজও করব না।আমি যদি আমার মেয়েকে অবৈধভাবে ডাক্তারী পরিক্ষায় বসে সূযোগ দিয়ে থাকি এবং যদি তা প্রমান হয় তবে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেবো।দিলীপবাবু আগে প্রমান দিন,তারপরে আমি যা করবার করব। গৌতমদেব জানান বিজেপী নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে এই নোংরা খেলা শুরু করেছে।কিন্তুু তাদের এই পরিকল্পনা সফল হবে না।আমার বিরুদ্ধে আনা সমস্ত ধরনের অভিযোগ আমি মানতে চাই না। এবং আমি জানাচ্ছি আমার বিরুদ্ধে আনা সমস্ত ধরনের অভিযোগ একেবারেই অসত্য এবং মিথ্যে। আমি কোন দিনই এই কাজকে সমর্থন করি না। যে সময় এই অভিযোগ আমার বিরুদ্ধে সেসময় আমি পর্যটনমন্ত্রী ছিলাম। আমি কোনদিনই সেসময় এই কাজ করবার জন্য কাউকে জোর করি নি আমার মেয়ের চাকরির জন্য।তাই আমার কোন ভয় নেই কে আমার বিরুদ্ধে কি অভিযোগ করল। তবে আমি জানি আমি সৎ তাই আমি নির্ভিক জানালেন শিলিগুড়ির মেয়র।