|
---|
দেবজিৎ মুখার্জি: উপত্যকায় ফের বড় সাফল্য পেল নিরাপত্তারক্ষীরা। গোপন ডেরার সন্ধান পেয়ে পুলওয়ামা জেলার অবন্তিপোরার রাজপোরা এলাকায় অভিযান চালিয়ে গুলির লড়াইয়ে বধ করলো শাহিদ রাঠের ও ওমর ইউসুফ নামের দুই সন্ত্রাসবাদীকে।
জানা গিয়েছে, এক সরকারি কর্মী ও এক সাধারণ নাগরিকের হত্যায় জড়িত ছিল মৃত জঙ্গীরা। নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।