|
---|
দেবজিৎ মুখার্জি: “মোদি সরকারের ৮ বছরে কাজ হারিয়েছে দু’কোটি নারী” মোদি সরকারের আট বছর পূর্তিতে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন রাজ্যের অর্থ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরো জানান “গত আট বছরে কেন্দ্রে বিজেপি আসার পর গরিব মানুষ আরো গরিব এবং বড়লোক আরও ধনী হয়েছেন।”
তিনি আরো জানান “সাধারণ মানুষের ভোগান্তি ও যন্ত্রণা লাঘবে নিয়ে দিল্লির বিজেপি সরকার সম্পূর্ণ উদাসীন। দেশে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ। জ্বালানির দাম আকাশছোঁয়া। শুধুমাত্র ২ কোটি মহিলা কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন। আট বছরে সাংবিধানিক দায়িত্ব ও রাজধর্ম পালনে সম্পূর্ণ ব্যর্থ মোদি সরকার। কেন্দ্রীয় সরকার পেট্রোল থেকে ৩০৭ গুণ সেস আদায় করছে। টাকার দামে রেকর্ড পতন হয়েছে। সবচেয়ে বড় কথা বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না। আর বিদেশিরা দেশ থেকে কোটি কোটি টাকার মুনাফা করে বিদেশে নিয়ে চলে যাচ্ছেন। দেশের মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে।”