রেশন দুর্নীতি: জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আধিকারিকদের তালিকা তৈরি শুরু করল ইডি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার খাদ্য দফতরে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আধিকারিকদের তালিকা তৈরি শুরু করল তারা। রেশন দুর্নীতিতে এদের ভূমিকা খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা।

    ইডি সূত্রে খবর, জেরায় তেমন সাহায্য করছেন না জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ খুলছেন না তিনি। যার ফলে জ্যোতিপ্রিয়র ব্যাপারে তথ্য পেতে তাঁর ঘনিষ্ঠদের ওপরেই বেশি ভরসা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, জেরায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও বর্তমান আপ্ত সহায়ক অমিত দে বেশ কিছুটা সাহায্য করেছেন। জ্যোতিপ্রিয়র সঙ্গে কারা দেখা করতে আসতেন, কারা মন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন সেব্যাপারে ইডিকে অনেক তথ্য দিয়েছেন তাঁরা। সেই তথ্যকে হাতিয়ার করে এবার জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সেই সব ব্যক্তিদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে ইডি।

    ইডি সূত্রে খবর, জেরায় খাদ্য দফতরের বেশ কয়েকজন আমলা ও আধিকারিকের নাম উঠে এসেছে যাঁরা মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এর মধ্যে বাকিবুর রহমানের চালকলে যে সব দফতরের স্ট্যাম্প উদ্ধার হয়েছে সেই দফতরগুলির শীর্ষপদে কারা কারা ছিলেন তার তালিকা তৈরি করছেন ইডির গোয়েন্দারা। সঙ্গে তাদের পরিবারে সম্পত্তির পরিমাণও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

    ইডির দাবি, বাকিবুরের কাছ থেকে সুবিধা পেতে তাঁকে নিজের প্রভাব ব্যবহার করতে দিয়েছেন মন্ত্রী। বিষয়টি ইডির কাছে স্বীকার করেছেন বাকিবুর। তবে জ্যোতিপ্রিয় এখনও এব্যাপারে মুখ খোলেননি।