|
---|
মালদা : জেলার বিভিন্ন ব্লকের তৃণমূল নেতা নেত্রীদের নিয়ে একটি মিলন উৎসবের আয়োজন। রবিবার বিকেলে মালদা শহরের বালুচর এলাকায় মাহেশ্বরী ভবনে আয়োজন করা হয় মিলন উৎসবের। ঈদ, দুর্গাপূজা, কালীপূজা, ছট এবং বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা হয় বিভিন্ন ব্লক থেকে আগত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে।
উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকার, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি মানব ব্যানার্জি, যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু, ইংরেজবাজার পৌরসভার সহ-প্রশাসক চৈতালি সরকার, পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল নেতৃত্ব। এর পাশাপাশি কেক কেটে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়।
সম্প্রীতির এই মিলন উৎসবে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে বহু নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন।
রাজ্যসভার সাংসদ মৌসম নূর এবং প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ঈদ, শারদীয়া এবং দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করা হয় এই মিলন উৎসবে। সব ধর্মের মানুষদের নিয়ে আয়োজন করা হয় এই উৎসব। শ্রদ্ধা জানানো হয় প্রয়াতঃ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির প্রতি। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবস পালন করা হয়। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের শ্রীবৃদ্ধি কামনা করে সর্ব ধর্মের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নিয়ে মিলন উৎসবের আয়োজন করা হয়।