|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: অচেনা নাম্বারে পরিচয় তাতে আলাপচারিতা। উত্তরবঙ্গের বাসিন্দার রাজীব চৌধুরী’র সঙ্গে কুলতলির রাধাবল্লভপুর এলাকায় এক গৃহবধূর। পরে এক মহিলা পরিচারিকার খোঁজে কুলতলিতে আসা। এখানে এসে জীবন-সংশয়ে,উত্তর বঙ্গের বাসিন্দারের। অবশেষে কুলতলি থানার পুলিশের তৎপরতায় মুক্ত হলেন উত্তরবঙ্গে বাসিন্দার রাজিব চৌধুরি। কর্মসূত্রে তিনি কোলকাতার বিভিন্ন প্রান্তে যাতায়াত তার, এমনই সময়ে তার মোবাইলে একটি অচেনা নাম্বারে ফোন আসে-আর সেই ফোনে কথাবার্তা বলতে বলতে একে অপরের সঙ্গে পরিচয় । কুলতলির রাধাবল্লভ তাঁর পরিচিত ব্যক্তির বাড়ি তে এসে মহাফাফরে।
মহিলা তাকে পরিচারিকার সন্ধান দেন। পরিচারিকার খোঁজে তিনি প্রথমে শিয়ালদহ স্টেশনে আসেন, পরে শিয়ালদহ থেকে তিনি লক্ষীকান্তপুর উদ্দেশ্যে মথুরাপুর স্টেশন এ আসেন আর সেখান থেকে বিভিন্ন জায়গা হয়ে অবশেষে কুলতলিতে।এখানে তার উপরে প্রচন্ড প্রহার ও মুক্তিপণ দাবি করে দশ লক্ষ টাকা পরবর্তীতে তা কমে পাঁচ লক্ষ টাকা। দিতে দিতে দেরি হওয়ায় তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয় আর এই খবর কুলতলী থানায় পৌঁছালে কূলতলী থানার অফিসার তৎপরতায় তাকে উদ্ধার করে।
দুই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করে বছ, পঁয়ত্রিশের জাহাঙ্গীর বৈদ্য বকুলতলা থানার মনিরতট দক্ষিণ গড় এলাকার বাসিন্দার অপর জন সাদ্দাম খাঁন তের নম্বর রাধাবল্লভপুরের বাসিন্দার। আজ তাদেরকে বারুইপুর কোটে পাঠালো কোর্ট এর কাছে কুলতলী থানার পক্ষ থেকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে এমনই সুন্দর পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকার মানুষ কুলতলী থানার এমনই কাজ কে কুর্নিশ জানাচ্ছে ।