সুন্দরবন এলাকায় জলে ডুবে শিশু মৃত্যু রোধে তৈরি হল শিশু সুরক্ষা কেন্দ্র “কবচ”

হাসান লস্কর, সুন্দরবন: পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সুন্দরবন এলাকায় জলে ডুবে শিশু মৃত্যু নিত্যদিনের ঘটনা। আর এই শিশু মৃত্যু আটকাতে এই প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার দু’টি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় আই সি এম আর (ICMR) এর সহায়তায়- সিনি’র (CINI) ব্যবস্থাপনায় মৈপিঠ বৈকুণ্ঠপুর ও গুড়গুড়িয়া ভুবেনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের তদারকিতে বৈকন্ঠপুর শিশু সেবা কেন্দ্র ও ভুবেনেশ্বরী স্বাধিকার সমিতিতে নির্মিত হল চাইল্ড কেয়ার সেন্টার ‘ কবচ ‘। যে সমস্ত পরিবারের ছ’মাস থেকে পাঁচ বছরের মধ্যে শিশু আছে, যাদের পিতা-মাতা কর্মব্যস্ত তাদের সন্তানরা বিনামূল্যে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সেন্টারে শিশুকে রাখতে পারবে। বিনা বেতনে তাদেরকে সুষম খাওয়া, খেলার মাধ্যমে পঠন পাঠনের ব্যবস্থা সহ রক্ষণাবেক্ষণের দায়িত্বেই থাকছেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষিত সদস্যরা। আর এই দুই কেন্দ্রের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মৈপিঠ কোস্টাল থানার ওসি স্বপন বিশ্বাস, মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান জোৎস্না হালদার, উপ প্রধান শংকর দাস, বৈকুণ্ঠপুর শিশু সেবা কেন্দ্রের সভাপতি শৈলেন্দ্রনাথ প্রামানিক, সিনির অন্যতম সদস্য সুজয় রায়, মেঘেন্দ্র ব্যানার্জি, ভুবনেশ্বরী স্বাধীকার সমিতির প্রবীর মিশ্র, নিরঞ্জন কুইলা, গৌতম মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী পিন্টু প্রধান প্রমুখরা।

    সুন্দরবন এলাকায় প্রতিনিয়ত জলে ডুবে গড়ে তিনটি শিশুর মৃত্যু ঘটে। আর সেই মৃত্যুকে ঠেকাতে এই শিশু সুরক্ষা ‘কবচ ‘ কেন্দ্রের শুভ উদ্বোধন। সারা ভারতে সুন্দরবনে প্রথম এই কর্মযজ্ঞ শুরু হল। এলাকার মানুষজন এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানান, “আমরা ভাবতে পারিনি যে সুন্দরবন এলাকায় এমন সুন্দর পরিষেবা পাব।” সিনির অন্যতম সদস্য সুজয় রায়ের কথায়, “দীর্ঘদিন ধরে আমরা এই বিষয় নিয়ে কাজ করে চলেছি। আশাকরি, আগামীতে সুন্দরবন লাগোয়া এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে এমনই কেন্দ্র খোলার উদ্যোগে এগিয়ে আসবেন।”