|
---|
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: কেশপুর ব্লকের আমড়াকুচি গ্রামে শিশু দিবস উপলক্ষ্যে “বর্ণপরিচয় শিশু নিকেতন”-এর উদ্যোগে একটি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয। এই মহতী অনুষ্ঠানে ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন এবং ৬০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। “বর্ণপরিচয় শিশু নিকেতন”-এর সদস্য সাহেব পান ও বিদ্যালয়ের অধ্যক্ষ নীলকমল পিরি জানান, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সহযোগিতায় এই কর্মসূচিটি তাঁরায় সুষ্ঠভাবে সম্পন্ন করতে পেরেছেন।
থ্যালাসেমিয়া আক্রন্ত শিশুদের পাশে দাঁড়াতে,এই শিশু দিবসের দিনে “একটি শিশু যেমন একটি প্রাণ”,” রক্তদান জীবন দান” এই ভাবনা গুলোকে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবির সফল হওয়ার “বর্ণপরিচয় শিশু নিকেতন” এর পক্ষ থেকে সমস্ত রক্তদাতা, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়ে। পাশাপাশি রক্তদান শিবিরে রক্ত সংগ্রহকারী খড়গপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ ও চক্ষু পরীক্ষা শিবিরে সাহায্যকারী মেদিনীপুর রোটারি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে বর্ণপরিচয় শিশু নিকেতন কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।