খোঁজ পোর্টালের মাধ্যমে খোঁজ মিলল মোবাইলের

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:খোঁজ অ্যাপ এর সন্ধান দিল হারিয়ে যাওয়া নিখোঁজ মোবাইল। হারিয়ে যাওয়া চুরি যাওয়া এমন তেরোটি মোবাইল মালিকের হাতে তুলে দিল মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। খোঁজ অ্যাপের মাধ্যমে সন্ধান পাওয়া এই সমস্ত মোবাইলগুলো শনিবার বেলা বারোটা নাগাদ মোবাইল মালিকের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি হওয়া মোবাইল মালিকদের।

     

    মেদিনীপুরের মির্জা বাজারে বাসিন্দা শেখ রনি রহমান জানান, ২ বছর আগে হারিয়েছিল আমার মহার্ঘ ফোন

    মাস দেড়েক আগে জানতে পারি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ‘খোঁজ’ (Khoj) ওয়েব পোর্টালের কথা।

    তারপরই, সেখানে নিজের হারিয়ে যাওয়া ফোনের সমস্ত তথ্য এবং ২ বছর আগের জিডি নম্বর দিয়ে অনলাইনে (খোঁজ পোর্টালে) অভিযোগ দায়ের করি।দিন

    পনেরো আগে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার তরফে মির্জাবাজারের ফোন করে জানানো হয়, “আপনার ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।” আমি ফোন ফেরত পাবার আশা ছেড়ে দিয়েছিলাম যাইহোক ফোনটি পেয়ে আমি প্রচুর খুশি হয়েছি।

    উল্লেখ করা যায় গত ১৬ ই মে ২০২৩ সালে পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশের পক্ষ থেকে খোঁজ ওয়েব পোর্টালের উদ্বোধন হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ওয়েবসাইটে গিয়ে বা google এ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ খোঁজ( Paschim medinipur District Police khoj) লিখে সার্চ করলে এই পোর্টালের সন্ধান পাওয়া যাবে। সেখানে গিয়ে কয়েকটি ধাপ পার করে অভিযোগ জানানো যায়। জানা গেছে খোঁজ ওয়েব পোর্টালে অভিযোগ করলে একটা ট্রাকিং আইডি দেয়া হয় অভিযোগকারীকে। সেই আইডি দিয়ে পরবর্তী সময়েও তদন্তের গতি নিয়ে স্ট্যাটাস চেক করা যাবে।