পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে বিশ্ব সংগীত দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে বুধবার বিশ্ব সংগীত দিবস উদযাপিত হল মেদিনীপুর শহরে কৃষ্টি সংসদ ভবনে।অত্যন্ত মনোগ্রাহী এই সংগীত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ বিমল গুড়িয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক কামরুজ্জামান। দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগীত শিল্পী অধ্যাপক জয়ন্ত কুমার মাইতি। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা।তাঁর সাথে গলা মেলান সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, আলোকবরণ মাইতি ও রথীন দাস।তারপর শুরু হয় নবীন-প্রবীণে শিল্পীদের মেলবন্ধনে সংগীত উৎসব। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুনীল বেরা,আলোক দত্ত,আশিষ সরকার,স্বপ্না বন্দ্যোপাধ্যায়, সংঘমিত্রা দাস,সুনন্দা দাস, আলোক বরণ মাইতি, জয়ন্ত কুমার মাইতি, বিশ্বেশ্বর সরকার, রথীন দাস সহ অন্যান্য শিল্পীরা।শিল্পীদের মনোগ্রাহী পরিবেশন নিবিষ্ট মনে শেষপর্যন্ত শুনেছেন উপস্থিত শ্রোতারা।পথচলতি বহু সংগীত প্রিয় মানুষ থমকে দাঁড়িয়ে সংগীত দিবসের উৎসব শুনেছেন।নবীন ও প্রবীণ মিলিয়ে শহরের ১৯ জন সংগীত শিল্পী এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।পুরো অনুষ্ঠানটি তবলা সঙ্গত করে সমৃদ্ধ করেছন সন্দীপ সরকার। গোটা অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন প্রদীপ বসু। অনুষ্ঠানে ডাঃ বি বি মন্ডল, বিদ্যুৎ পাল, তারাশঙ্কর বিশ্বাস, ড.দিলীপ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে সমস্ত সঙ্গীত শিল্পীকে বিশেষভাবে সম্মানিত করা হয়।

    সঞ্চালনা করেছেন অমরকৃষ্ণ দাস ও দীপান্বিতা ব্যানার্জী।