|
---|
নিজস্ব সংবাদদাতা : সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা খুব একটা স্বস্তিকর হলো না স্থানের কাছে। দুটি ম্যাচে ৮ গোল খেয়ে বিদায় নিতে হলো পাকিস্তানকে। প্রথম ম্যাচে ভারতের কাছে ৪-o গোলে পরাজয় স্বীকার করে পাকিস্তান। শনিবার ছিল কুয়েতের সাথে পাকিস্তানের খেলা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ৪-০ গোলে হারতে হল পাকিস্তানকে । এখনো একটি ম্যাচ বাকি রয়েছে তার আগেই চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল পাকিস্তান। অপরদিকে শেষ চারে উঠে গেল কুয়েত। বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে কুয়েত। পাকিস্তান বনাম কুয়েত ম্যাচে প্রথম থেকে কুয়েতের ফুটবলারদের আধিপত্য ছিল। ম্যাচের ১০ মিনিটের মধ্যে কুয়েত গোল করে এগিয়ে যায়, পরবর্তী সাত মিনিট বাদে আবারো গোল করে। পরবর্তী আরো দুটি গোল করে কুয়েত ব্যবধান বাড়ায়।