|
---|
খান আরশাদ, বীরভূম:তৃণমূল কংগ্রেসের তরফে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল যেসব তৃণমূল কর্মী নির্দল প্রার্থী হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সেই মোতাবেক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার ৩০ জন তৃণমূল কর্মীকে আজ দল থেকে বহিষ্কার করার ঘোষণা করা হলো ।
এর মধ্যে খয়রাশোল ব্লকের ১৯ জন, মুরারই ১ নম্বর ব্লকের ৭ জন, সিউড়ি ১ নম্বর ব্লকের ১ জন, রামপুরহাট দুই নম্বর ব্লকের ১জন, দুবরাজপুর ব্লকের ১জন এবং রাজনগর ব্লকের ১জন কর্মীকে দল থেকে বহিষ্কার করা হলো। রাজনগরের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বামাপদ ঘোষকে দল থেকে বহিষ্কার করা হলো বলে ঘোষণা করা হল তৃণমূলের তরফে। ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বামাপদ ঘোষ এবারে নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
এরই পরিপ্রেক্ষিতে বামাপদ ঘোষকে দল থেকে বহিষ্কার করা হলো। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক তথা সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বোলপুরে তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে দল থেকে এই বহিষ্কারের বিষয়টি ঘোষণা করেন ।