মুর্শিদাবাদ: নবাবি আমলের বালাপোশ শিল্পকে বাঁচাতে রাজ্য সরকারকে এগিয়ে আসার আর্জি কর্মীদের

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বালাপোশ আজ ক্ষ্যাতি সম্পন্ন। নবাবি আমলের বালাপোশ তৈরি হয়ে আসছে বহরমপুরে। পূর্ব পুরুষের এই হস্তশিল্পকে বাঁচিয়ে রেখেছেন বহরমপুর খাগড়া বড় মসজিদ এলাকার বাসিন্দা সাখাওত হোসেন খানের বংশধরেরা।

    ১৯৮৮ সালে সাখাওত হোসেন খান কেন্দ্রীয় টেক্সটাইল বিভাগ থেকে পুরস্কার পান। ২০০৮ সালে তিনি ‘অ্যাওয়ার্ড অফ এক্সসেলেন্স সাউথ এশিয়া’ পুরস্কার পান। গত ছয় বছর আগে প্রয়াত হন সাখাওত হোসেন খান। আগে তিনি সরকারি পেনশন পেলেও, বর্তমানে তার পরিবার সেই পেনশন পাচ্ছে না বলে অভিযোগ। তার মৃত্যুর পরে দু বছর কেটে গেছে, তবে পেনশন এখনও বকেয়া রয়েছে। সেই টাকা দাবি করেও মেলেনি এখনও। বর্তমানে সরকারি সাহায্য দাবি করেছেন বালাপোশ তৈরির সাথে যুক্ত কর্মীরা। তাদের দাবি, নবাবি আমলের বালাপোশ শিল্পকে বাঁচাতে রাজ্য সরকার এগিয়ে আসুক।

    মুর্শিদাবাদ জেলা শিল্প দফতরের আধিকারিক তন্ময় ব্রহ্ম জানিয়েছেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।” বালাপোশ শিল্পর সাথে যারা যুক্ত, তাদের সাথে যোগাযোগ করা দরকার, জানান তিনি।