শিলিগুড়িতে স্কুল খোলার উপলক্ষে অভিনন্দন গৌতম দেব ও পাপিয়া ঘোষের

শিলিগুড়ি: ইষ্কুল খুলছে তাই দিদিমনি এবং ছাত্রছাত্রীদের মধ্যে খুশির পরিবেশ শিলিগুড়িতে।আজ থেকেই খুলে যাচ্ছে ইষ্কুল তাই প্রচণ্ড খুশি দিদিমনি এবং ছাত্রছাত্রীরা।এক ছাত্রী জানালেন সামনেই বিদ্যার দেবীর আরাধনা তাই আমরা যে আবার আগের মত সরস্বতী পূজোতে মজা করতে পারবো এবং প্রসাদ পাব এটা ভেবেই আনন্দ পাচ্ছি।শিলিগুড়ি গার্লস এবংশিলিগুড়ি বয়েজ হাইষ্কুলের ছেলেমেয়েরা আনন্দের চোটে আজ সকালেই চলে আসেন ইষ্কুলে।প্রত্যেকেই জানান ইষ্কুল ড্রেস ছোট হয়ে গেছে এই দুই বছরে তবে কোন ব্যাপার না,আমরা আজ আপাতত আনন্দ করব।খুশি শিক্ষক এবং শিক্ষিকারাও তারাও জানালেন আর ভালো লাগছিলো না,আমরা খুশি আমরা আবার আমাদের পুরানো দিনগুলো ফিরে পাচ্ছি।এক ছাত্রী জানালেন আরো ভালো লাগত যদি গোটা ইষ্কুলের সব ছাত্রছাত্রী মানে আমাদের ছোট ভাই বোনেরাও আসতে পারত।

    এদিকে ইষ্কুল খোলায় ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন গৌতম দেব এবং পাপিয়া ঘোষ,পাপিয়া ঘোষ ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলে জানান ইষ্কুল বন্ধ থাকা আগামী প্রজন্মের কাছে বিশাল ক্ষতি,মুখ্যমন্ত্রী ইষ্কুল খুলে দিয়ে ছাত্রছাত্রীদের মুখে হাসি এনে দিয়েছেন।ইষ্কুল খোলায় খুশি অশোক ভট্টাচার্য্যও তিনিও প্রত্যেক ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে জানান আগামী দিনে ওদের ভবিষ্যত সুন্দর হয়ে উঠুক এই কামনা করি।