শিশুদিবসে সচেতনতা শিবির ও বাঁধনা পরবে বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা: প্রতি বছরের ন্যায় এ বছরও সংকল্প ফাউন্ডেশনে উদ্যোগে শ্যামরাইপুর পি টি জি আদিম জনজাতি ক্লাবের সহযোগিতায় বাঁধনা পরবে খড়গপুর ১নং ব্লকের অন্তর্গত শ্যামরাইপুরে আদিম জনজাতিরদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় মঙ্গলবার বিকেল ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত। এদিন জাতীয় শিশু দিবস পালন করা হয় এবং স্কুল ছুট, স্বাস্থ্য ও শিশুর অধিকার সম্বন্ধে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিশুরা যাতে বিদ্যালয়মুখী হয় সেই প্রসঙ্গে স্বাগত ভাষণ দেন সংগঠনের সদস্যা স্বাতী বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য ও অধিকার নিয়ে বক্তব্য রাখেন ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর ১ নং ব্লক বিডিও সৌমেন দাস ; পুলিশ আধিকারিক খড়্গপুর লোকাল থানা সমীর কুমার সর্দার,SC ST cell এর জেলা সভাপতি পিকু মান্ডি, আদিবাসী বিকাশ পরিষদের জেলা সভাপতি তারক বাগ, নারী ও শিশু কর্মাধ্যক্ষ মনোয়ারা বিবি, প্রধান পাখী খামরই,অঞ্চল সভাপতি সোমনাথ ঘোষ, সমাজসেবী ডাঃ বাসুদেব চক্রবর্তী, সাংবাদিক শিবদেব মিত্র।

    বিডিও সাহেব বললেন “সংকল্প ফাউন্ডেশনের এই মহত উদ্যোগ আপনাদের চলার পথে অনেক সাহায্য করবেন”। আলোচনায় শিশুদের শিক্ষা, সুরক্ষা ও স্বাস্থ্যের পেছনে পিতা মাতার ভুমিকার কথা উঠে আসে। মোট ১২০ জনকে নতুন জামাকাপড়, লুঙ্গি, কম্বল, শাড়ি দেওয়া হয় । উপস্থিত সকলের মধ্যে চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। সংকল্প ফাউন্ডেশন পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, স্বপন পইড়া, ইন্দ্রদীপ সিনহা, পিন্টু সাউ, প্রতিমা রানা, জিয়া বেগম ও সম্পাদিকা পারমিতা সাউ।