কফি হাউসের শ্যামাপূজা ও বর্ণে পরিচয়

নিজস্ব সংবাদদাতা: বর্ণে পরিচয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রোডের বাসস্ট্যান্ডের সন্নিকটে কফি হাউস ক্লাব। ভক্তিভরে শ্যামামায়ের পূজা করে আসছে বিগত এক দশক ধরে। এবার একাদশ বর্ষের শ্যামাপূজার থিম বর্ণে পরিচয়। ক্লাবের সদস্যদের নিজ হাতে তৈরি মণ্ডপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশতজন্মবর্ষ অতিক্রান্ত। তথাপি বঙ্গ জীবনের আদি পাঠ শুরু হয় তাঁর রচিত বর্ণপরিচয়ের মাধ্যমেই।সদস্য অংশুমান মাইতি বলেন,” মণ্ডপের ভাবনা বর্ণে পরিচয়।বিশ্ব চেনা জানার শুরু তো প্রথমে বর্ণের মাধ্যমে। বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় আমাদের একান্ত সহায়। এ তো গঙ্গাজলে গঙ্গাপূজা।”

    উল্লেখ্য ২০১৩ সন থেকে শুরু হ‌ওয়া এ পূজো প্রথম থেকেই বঙ্গ সংস্কৃতির ধারার প্রতি সম্মান জানিয়ে থিম নির্ভর।প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে _র কর্মজীবনের বিভিন্ন আঙ্গিক নিয়ে প্রথম বছরের মণ্ডপ সজ্জিত হয়েছিল। এবার বিদ্যাসাগর মহাশয়ের জীবনের প্রধান দুই কাজ _ নারী শিক্ষার প্রসার ও বিধবা বিবাহ প্রচলনে উদ্যোগ গ্রহণ_ বিশেষভাবে আলোকিত করা হয়েছে।
    বর্ণে বর্ণে সৃজন এ মণ্ডপ নজর কাড়ছে দর্শনার্থীদের।

    কফি হাউসের পক্ষে সম্পাদক বামাপদ দত্ত বলেন_” শ্যামামায়ের পূজা আমাদের অগ্রাধিকার। প্রতি বছর আমরা চেয়েছি বাংলা তথা দেশ_ বিদেশে বঙ্গ সংস্কৃতির দূত হয়ে যাঁরা বাঙলার সম্মান উচ্চে রেখেছেন তাঁদের স্মরণ করে থিম বানাবো।এবার মহামানব বিদ্যাসাগরকে নিয়ে আমাদের থিম_ বর্ণে পরিচয়। সকল সদস্যবন্ধুর একান্ত প্রচেষ্টায় আমাদের এ পূজা আয়োজন। প্রতি সন্ধ্যায় পরিবারের কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেখেছেন উদ্যোক্তারা।