অন্তর্মুখ পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : কবিতার ওপর গবেষণামূলক জার্নাল অন্তর্মুখ পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক শম্পা সামন্ত। এই পত্রিকা এক ব্যতিক্রমী প্রকাশনা কবিতার ওপর গবেষকদের কাছে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে বলে অনুষ্ঠানে আলোচকরা এই মত ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান ছাড়াও হুগলি, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, বীরভূমের শান্তিনিকেতন থেকেও অসংখ্য কবি, সাহিত্যিক, সংগীতশিল্পী, নৃত্য শিল্পী, অধ্যাপকদের আগমনে ছোট্ট অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে। বাৎসরিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে দুটি পত্রিকার উদ্বোধন হয়। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কল্যাণ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে কবিতা পাঠ হয়। মননশীল আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও সঞ্চালক বর্ষীয়ান শ্যামাপ্রসাদ চৌধুরী, অধ্যাপক সুমিত বসু, অধ্যাপক সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, জিরো বাউন্ডারি কবিতার গবেষক ড: আফজাল আলি, রাজ কলেজের অধ্যক্ষ ড: নিরঞ্জন মন্ডল, বাসুদেব মণ্ডল, জাহির আব্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সুস্বাদুভাবে সঞ্চালনা করেন অভিলাষ দে।