মেমারিতে রক্তদান শিবির

নূর আহামেদ : মেমারি ১৬ নভেম্বর,পূর্ব বর্ধমান জেলার মেমারি চোটখন্ড এলাকায় দেবীপুর রামকৃষ্ণ-বিবেকানন্দ আশ্রমের উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় এই রক্তদান শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবির উপলক্ষ্যে এদিন শ্রী রামকৃষ্ণদেবের পূজা ও হোমযজ্ঞ করা হয় হরিনাম সংকীর্তন সহযোগে। এছাড়াও এদিন প্রায় ৩০০০ গরীব মানুষের জন্য ভোগ প্রসাদ বিতরণ করা হয়। দেবীপুর রামকৃষ্ণ-বিবেকানন্দ আশ্রমের সংগঠক রাজেশ্বর দাস বলেন, নবম বর্ষ বাৎসরিক অনুষ্ঠানে এবছর প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও তিনি জানান আগামীদিনে আশ্রম তৈরিকরার পাশাপাশি এখানে অসহায় মানুষদের জন্য একটি বৃদ্ধাশ্রম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্টজনেরা।