গলিগ্রামে তৈরী হবে আন্ডারপাশ,কতৃপক্ষের সাথে বৈঠকে সাংসদ ও স্থানীয়রা

নতুন গতি : আজিজুর রহমান,গলসি : জাতীয় সড়ক কতৃপক্ষের প্রতিনিধিদলকে সাথে নিয়ে গলিগ্রাম গুসকরা মোড়ে এলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মন্ডল। এরপরই সড়কের মোড়ে স্থানীয়দের নিয়ে একপ্রস্থ আলোচনা করেন তিনি। জানা গেছে, কিছুদিন পূর্বে আন্ডারপাসের দাবীতে গুসকরা মোড়ে ২ জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করেন এলাকার মানুষ। তারপরই সাংসদ এলাকার মোড়টির গুরুত্ব বুঝতে পারেন। কিছুদিন পূর্বে তিনি এলাকায় এসে সাধারণ মানুষের সাথে কথা বলে আশ্বস্ত করেন। এরপরই এদিন এলাকার এসে মানু‌ষের সাথে, জাতীয় সড়ক কতৃপক্ষকে নিয়ে প্রাথমিক ভাবে আলোচনায় বসেন। বৈঠক থেকে এলাকাবাসীদের আলোচনা করে সিদ্ধান্ত জানাতে বলা হয়। এদিকে ওই প্রতিনিধিদল এলাকার গলিগ্রাম গুসকরা মোড় ও বাদামতলা মোড় খতিয়ে দেখেন। এলাকাবাসী দিলীপ ঘোষ, সেখ রাজা, সঞ্জীব চ্যাটার্জ্জীরা জানান, গুসকরা মোড়ে আন্ডারপাসটি তৈরী হলে বেশ কিছু গ্রামের মানুষ উপকৃত হবে। কারন গুসকরা মোড়টি সবচাইতে জরুরী জায়গা। বাদাম তলা ও গুসকরা মোড়ে মাঝখানে আন্ডারপাস তৈরি হলে চিরদিন সার্ভিস রোড়ে উল্টো দিকে যাতায়াত করতে হবে। ফলে স্কুল পড়ুয়া চাষী থেকে সকলের অসুবিধা হবে। এমনকি গুসকরা রোড়ের যানবাহন গুলি উল্টো সাইডে যাতায়াত করতে হবে। তাতে পরবর্তীতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাবে। স্থানীয় বাসিন্দা অসীম চক্রবর্তী বলেন, তিনি বৈঠকে ছিলেন। প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে। গুসকরা মোড়ে আন্ডারপাস হতে পারে কিম্বা মাঝামাঝি জায়গায় হতে পারে। এই বিষয়ে গলিগ্রাম, মথুরাপুর ও এলাকার আশেপাশের মানুষদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে জাতীয় সড়ক কতৃপক্ষেকে। এদিকে আন্ডারপাস নিদিষ্ট কোন জায়গায় তৈরী হবে তা এখনও স্পষ্টভাবে সিদ্ধান্ত গ্রহন করা হয়নি বলে জানিয়েছেন সুনীল বাবু। তিনি জানান, প্রয়োজনে গলিগ্রাম গুসকরা মোড় ও বাদাম তলা মোড় এই দুটি জায়গায় তৈরী হবে আন্ডারপাস। কিম্বা মাঝামাঝি জায়গায় একটি বড় করে আন্ডারপাস করা হতে পারে। সেটা মানু‌ষের সাথে আলোচনা করেই করা হবে। এলাকার মানুষের আন্দোলনের মুল্য পাবে এটা স্পষ্টভাবে ইঙ্গিত দেন তিনি। মানুষের আন্দোলনে সারা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য সাংসদ সুনীল মন্ডলকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষরা।