|
---|
নতুন গতি নিউজডেস্ক :২ এপ্রিল;লকডাউন জেরে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো না। এবছর ৯৮ তম প্রতিষ্ঠা দিবসে সমস্ত খরচা দুস্থদের পিছনে ব্যয় করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি। তাই পহেলা মে দিবসের সমিতির প্রতিষ্ঠালগ্নে এবছর কোন আড়ম্বর করে অনুষ্ঠান এর আয়োজন না করে ৯৮ তম প্রতিষ্ঠা দিবসে র পালনের খরচা দিয়ে ৯৮ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন সংগঠন সমিতি কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস জানালেন এ বছর আমাদের সমিতির ৯৮ তম প্রতিষ্ঠা দিবস ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে আমরা কোন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করলাম না। সেই খরচ এ আমরা এলাকার ৯৮ টি দুঃস্থ পরিবারের হাতে চাল ডাল আলু সোয়াবিন তেল বিস্কুট দিলাম। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই এলাকার মানুষেরা চরম সমস্যায় পড়েছেন। তাদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। এ রকমই পরিবারকে আমরা আজ সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। গত দুমাস ধরে আমরা এই কর্মসূচি চালিয়ে আসছিলাম। আজ প্রতিষ্ঠালগ্নে এর ব্যাতিক্রম হলো না।
সমিতির প্রতিষ্ঠালগ্ন ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের সমষ্টি আধিকারিক অনির্বাণ বসু হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস।