|
---|
শুভদীপ পতি; হলদিয়াঃ পৃথিবীর বহু দেশ আজ পোলিও মুক্ত হলেও, ভারত থেকে আজও সম্পূর্ণ ভাবে পোলিও দূর করা যায়নি। আর এই পোলিও রোগকে চিরতরে দূর করতে তৎপর সব মহল। আর সেই তৎপরতার দৃশ্য ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানা অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা রীনা মল্লিক তাঁর নিজের গ্রাম (উত্তর রানিচক) এলাকায় আজ ছোট শিশুদের পোলিও টিকা করণে স্বাস্থ্যকর্মীদের সাথে হাত লাগান। তিনি তাঁর এলাকার ৮০টির বেশি বাড়ি ঘুরে প্রায় ৪৫টি শিশুকে পোলিও টিকা করণের আওতায় আনেন।
রীনা মল্লিক বলেন, সামাজিক দায়বদ্ধতায় তিনি সর্বদাই সতর্ক থাকেন। তাই আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। শিক্ষা থেকে স্বাস্থ তথা উন্নয়নের পক্ষ্যেই তিনি ব্যস্ত। এলাকার কোনো শিশু আজকের এই পোলিও টিকা করণ থেকে বাদ যায়নি বলেই দাবি করেন তিনি।