দীপাবলি উপলক্ষে রায়দিঘী থানার তোরণ উদ্বোধন

নতুনগতি, নুরউদ্দিন: দীপাবলি ও শিশু দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার গেট উদ্বোধন করলেন সুন্দরবন পুলিশ জেলার এস পি শ্রী কটেশ্বর রাও এন। মথরাপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির আর্থিক সহযোগিতায় রায়দিঘী থানার তোরণটি নির্মিত হয় বলে জানা যায়! মঙ্গলবার বিকাল ৪:০০ টায় ফিতে কেটে তোরণের দারদঘাটন করেন সুন্দরবন পুলিশ জেলার এসপি শ্রী কটেশ্বর রাও এন। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি!

    এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা, উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মন্ডল, উপস্থিত ছিলেন ডি এস পি বিশ্বজিৎ নস্কর, উপস্থিত ছিলেন জেলার কর্মাধ্যক্ষ বাপি হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি জয় ভূষণ ভান্ডারী, উপস্থিত ছিলেন রায়দিঘী থানার আই সি অমিও কুমার ঘোষ সহ রায়দিঘী থানার সকল স্টাফ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা! এদিনের উদ্বোধক ও প্রধান অতিথিকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান রায়দিঘী থানার আই সি অমিও কুমার ঘোষ, এদিনের অনুষ্ঠানে মথরাপুর দু’নম্বর ব্লকের বিভিন্ন প্রাথমিক স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীকে খেলার বল, গাছ,আকার সেট, আকার বই সহ বিভিন্ন আসবাবপত্র তুলে দেওয়া হয় রায়দিঘী থানার পক্ষ থেকে! এদিনের অনুষ্ঠানে বিভিন্ন নামিদামি শিল্পীদের নিয়ে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়, সাথে সাথে এই সংগীত অনুষ্ঠানে বাংলা হিন্দি নিজের কন্ঠে গান গেয়ে সবার মন জয় করে নেন রায়দিঘী থানার এ এস আই অফিসার বাবু চক্রবর্তী।