|
---|
হাসান লস্কর, সুন্দরবন: বুধবার ছিল ভাতৃদ্বিতীয়া! শুভ কামনার দিন। নদী সংলগ্ন এলাকায় বসবাস কারী মানুষজন কচিকাঁচাদের উৎসবে উৎসাহ দিতে গ্ৰামবাসীরা উপস্থিত হয়েছিল।ম্যানগ্ৰোভ আমাদের রক্ষাকত্রা, এই বার্তা ছড়িয়ে দিতে শিশুরা বণাঢ্য সোভাযাত্রা করে নদীর পাড়ে গিয়ে এবং উৎসবে সামিল হয়। পরে চন্দন ধূপ ধূনো শাঁখ ঘন্টা বাজিয়ে পুরোহিতের উপস্থিতে সুন্দরী গাছ কে পূজা করা হয়।এবং পুরোহিতের ইশারায় বাইন, কাঁকড়া, গর্জন, গরান, কেওড়া সহ বিভিন্ন গাছে চন্দনের ফোঁটা দেয়।
ফোঁটা দেওয়ার সময় শিশুরা স্বতঃস্ফূর্ত ভাবে বলে ওঠে- তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। শিশু দের এই শ্লোগান শুনে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষ জন আবেগে আপ্লুত হয়ে যায়। অনুষ্ঠান শেষে শিশুরা সবাই কে মিষ্টি মুখ করায়।এদিন পাথরপ্রতিমা নামখানা কাকদ্বীপ ঝড়খালি গোসাবা এবং কুলতলী ব্লকের বিভিন্ন জায়গায় নদীর পাড় সংলগ্ন এলাকায় এই উৎসব পালিত হয়।