|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: সুন্দরবনের সমস্যা নিয়ে দিল্লি চলোর ডাকের ৫০ বছরে আবরও নতুন করে উঠছে দিল্লি চলোর আওয়াজ। নোনা মাটির এই দেশ-সুন্দরবন। স্বাধীণ রাষ্ট্রেরই তো একটা অংশ কেন এত অবহেলিত। রাষ্ট্র পরিচালকরা এই প্রত্যন্ত অঞ্চলটির দিকে নজর দাও। এমন দাবি নিয়ে আজ থেকে ঠিক ৫০ বছর আগে ১৭ ই সেপ্টেম্বর, ১৯৭০ সালে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল মথুরাপুর ২ নং ব্লকের রায়দিঘীর কাশীনগর থেকে ৩ যুবক পায়ে হেঁটে দিল্লির উদ্যেশ্যে পাড়ি দিয়েছিলেন সুন্দরবনের সমস্যা তুলে ধরতে। সেই তিন যুবক বলীন্দ্র কুমার বৈদ্য, স্বপন দাশগুপ্ত, অরবিন্দ সরকার ৩৩ দিন ধরে হেঁটে পৌছেছিলেন দিল্লিতে। সমস্যার কথা তুলে ধরেছিলেন তৎকালীন প্রধাণমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে। এরই ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিলেন রায়দিঘীতে আসতে। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। গঙ্গা দিয়েছে বয়ে গিয়েছে অনেকটা জল। কিন্তু সুন্দরবন রয়ে গিয়েছে সেই তিমিরেই। নতুন করে সেই সমস্যার সমাধান করতেই আবারও পথে নামার ডাক দিলেন তাদের উত্তরসুরীরা। ৫০ বছর পূর্তিতে কাশীনগরে র্যালির মাধ্যমে নতুন করে সেই আন্দোলনের ডাক দিলেন বীজেন্দ্র বৈদ্য,ইন্দ্রনীল বৈদ্যরা।