|
---|
নিজস্ব সংবাদদাতা : আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক পরিচারিকার। বুধবার দুপুরে কলকাতার বেলেঘাটা থানা এলাকার রামমোহন মল্লিক রোডের ঘটনা। প্রাথমিক তদন্ত অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি।পুলিশ জানিয়েছে, মৃতের নাম বেবি প্রধান (৪৩)। কাছেই সুরেশচন্দ্র ব্যানার্জি রোডে বাড়ি তাঁর। রোজের মতো বুধবারও তিনি পরিচারিকার দায়িত্ব পালন করতে এসেছিলেন ওই আবাসনে। দুপুর সাড়ে ১১টা নাগাদ কাজ শেষ হলে চলে যান আবাসনের ১০ তলার ছাদে। সেখান থেকে ঝাঁপ দেন তিনি।জোরে শব্দ পেয়ে বেরিয়ে আসেন আবাসনের বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা। রক্তাক্ত অবস্থায় বেবিকে দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় পুলিশে। বেলেঘাটা থানার পুলিশকর্মীরা এসে দেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় NRS হাসপাতালে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন বেবি প্রধান। তবে তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। আত্মহত্যার কারণ জানতে মৃতের পরিবারকে জেরা করা হচ্ছে। জেরা করা হচ্ছে যে পরিবারে তিনি পরিচারিকার দায়িত্বে ছিলেন তার সদস্যদেরও।
আবাসনের এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, প্রতিদিনের মতো আবাসনের ভিজিটর রেজিস্ট্রারে নিজের নাম নথিভুক্ত করিয়ে ভিতরে ঢুকেছিলেন ওই মহিলা। দুপুরে লোকজন সব কাজে বেরিয়ে যাওয়ায় আবাসন অনেকটা ফাঁকাই থাকে। সেই সুযোগে ছাদে উঠে যান তিনি। পরিচারিকা হিসাবে আবাসনের কর্মী ও বাসিন্দাদের কাছে পরিচিত হওয়ায় সন্দেহ হয়নি কারও। তার পরই ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।