|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- বৃহস্পতিবার বিকালে কুল্পি কমিউনিটি হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কুলপী বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস কমিটির এই নতুন কর্মসূচির আনুষ্ঠানিক উদবোধন করেন বিধায়ক জগরঞ্জন হালদার। পাশাপাশি বিধায়ক কেক কেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন। এছাড়াও এদিনের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কূল্পি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার,কূল্পী ব্লকের যুব সভাপতি শামসুর আলম,সহ ব্লক ও অঞ্চলের আরো অন্যান্য তৃণমূল নেতৃত্ব।এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক জানান,তৃণমূল দল পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকড় প্রকল্প গুলো নিয়ে আগামীদিনে গ্রামেগঞ্জে প্রচার করার পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে আরো অন্যান্য বিস্তারিত জানার জন্য দিদির দূত, বুথ ভিত্তিক গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক জন সাধারণের খোঁজ খবর নেবেন।এই কর্মসূচি ১১জানুয়ারি থেকে ১১ই মার্চ মাস পর্যন্ত চলবে।