বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনার বিরুদ্ধে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে আশাপুরে তৃণমূলের মহা মিছিল অনুষ্ঠিত হলো

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- বাংলার প্রতি যে কেন্দ্রের বিজেপি সরকারের স্বৈরাচারী নীতি ও বঞ্চনার প্রতিবাদে বাংলার সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা,আবাস যোজনার প্রাপ্য টাকা রাজনৈতিক ষড়যন্ত্রে আটকে রাখার বিরুদ্ধে গর্জে উঠে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ এর ব্যবস্থাপনায় বিধানসভায় প্রতিটি পঞ্চায়েতের ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো।আজকের এই প্রতিবাদ মিছিলে কোথাও বিধায়ক কোথাও আবার পৌরসভার কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন দলের কর্মীদের নিয়ে। পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক মাথুর অঞ্চল আশাপুর ৩৭ নম্বর বুথে কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়ার নেতৃত্বে আসাপুর থেকে রায়চক পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আওয়াজ ওঠে মোদি সরকার হটাও,বিজেপি সরকার হটাও দেশ বাঁচাও। এদিন মাথুর অঞ্চল কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া বলেন যতদিন পর্যন্ত বাংলার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার না দেবে,ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ মিছিল হবে।