|
---|
নতুনগতি, নুরউদ্দিন: কাটোয়ার ধাঁচে কার্তিক উৎসব হল রায়দিঘীর কৌতলাতে। কার্তিক পুজো সাধারণত হয় বাড়িতে। সার্বজনীনভাবে এই পুজো আয়োজন করা হয় খুব কম।
সার্বজনীন কার্তিক পুজোর কথা উঠলেই কাটোয়ার কথা মাথায় আসে সকলের। তবে এবার দক্ষিণ ২৪ পরগনাতেও সেই ছবি দেখা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর কৌতলাতে শুরু হয়েছে কার্তিক উৎসব।
৪ দিন ধরে চলবে এই উৎসব। পুজো উপলক্ষ্যে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির সহ একাধিক অনুষ্ঠান আয়োজন করেছে উদ্যোক্তারা। কার্তিক পুজো এই এলাকার মানুষজনের মধ্যে খুশির জোয়ার বয়ে নিয়ে আসে প্রতিবছর।
৯ বছর ধরে আয়োজিত হচ্ছে এই পুজো। এই পুজোতে গ্রামের সকলে সমানভাবে অংশগ্রহণ করেন। এবছর এই পুজোর উদ্বোধন করেছেন রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা, উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা। তাঁর রয়েছে দৃড় মানসিকতা ও সাহস। সেই সাহসের উপর ভর করে আগামী বছরগুলিতেও এই পুজো চালিয়ে যেতে চান উদ্যোক্তারা। এবছর পুজো মন্ডপটিকে তাঁরা রাজবাড়ির আদলে রূপ দিয়েছেন। মন্ডপের সামনে প্রতিষ্ঠা করা হয়েছে শিবলিঙ্গ। যা দেখতে প্রচুর মানুষজনের সমাগম হচ্ছে সেখানে।