মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জী ফুটবলে নিবেদিত প্রাণ।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান জেলার মালডাঙ্গার কালুই গ্রামের ভূমিপুত্র অসিত কুমার চ্যাটার্জী জাতীয় দল মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি। এই জাতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে অসিত বাবু নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। রাজ্যের অধিকাংশ জেলায় ফুটবলের প্রসার ঘটানোর জন্য তিনি একক প্রচেষ্টায় নিজ অর্থ ব্যয় এ তা বাস্তবায়িত করছেন। অসিত বাবুর স্বেচ্ছাসেবী কাজের প্রতি সন্তুষ্ট হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভুয়ষই প্রশংসা করেছেন। অসিত বাবু কালী গ্রামের নিজে বাসভবনে তিন কন্যা পার্ক গড়ে তুলেছেন। এই পার্কের ভিতর একটি প্রশস্ত খেলার মাঠ তৈরি করেছেন। এই মাঠে নিয়মিত খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার ছেলেমেয়েরা এই মাঠে এসে নিয়মিত প্র্যাক্টিসও করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ৪ মার্চ তিন কন্যা পার্কের উদ্বোধনে হাজির ছিলেন ভারতবর্ষের নামি ফুটবল খেলোয়াড়েরা। উল্লেখযোগ্যরা হলেন পদ্মশ্রী প্রাপক খেলোয়াড় চুনি গোস্বামী, শৈলেন মান্না, পি.কে ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, বিদেশ বোস, প্রশান্ত ব্যানার্জি প্রমুখ। এবার দুর্গা পুজোর সময় তিন কন্যা পার্কে কোন প্রতিমার আরাধনা না করে নারায়ণ সেবা, বিনামূল্যে হাজার হাজার মানুষদের মধ্যাহ্নভোজন, দুস্থ ব্যক্তিদের বিনামূল্যে নতুন জামা কাপড় প্রদান ও এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্র, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ টালিগঞ্জের অভিনেত্রী বুলবুলি পাঁজা। আর ও উল্লেখ্য, ১৯ নভেম্বর মালডাঙ্গার বাঘাসনে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এই খেলায় অংশগ্রহণ করে মোহনবাগান ফ্যান ক্লাব অসিত চ্যাটার্জি একাদশ বনাম শ্রী দুর্গা শ মিল। এদিনের ফুটবল প্রতিযোগিতার শুরু হওয়ার প্রাক্কালে মালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে গ্রামের মানুষ বাজনা বাজিয়ে প্রাণের মানুষ প্রিয় মানুষ অসিত চ্যাটার্জি মহাশয় কে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাঘাসন খেলার মাঠে হাজির করেন। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জী মহাশয় অংশ নেওয়ায় তাঁকে প্রত্যক্ষ করতে এলাকার হাজার হাজার মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়েন। স্বল্পভাষী, ঋজু অসিত কুমার চ্যাটার্জী এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেন ফুটবল খেলায় মোহনবাগান ক্লাব ভারতকে উজ্জ্বল করেছে। রাজ্যের প্রতিটি জেলা থেকে সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের অনুসন্ধান করে তাদের তৈরি করার কাজে ব্রতি হয়েছি। গ্রাম থেকে খেলোয়ারদের তুলে নিয়ে গিয়ে কলকাতার বড় দলের খেলার ও সুযোগ করে দিই। যতদিন বেঁচে থাকব এই লক্ষ্যে অবিচল থাকবো। তিন কন্যা পার্ক মোহনবাগান অ্যাথলেটিক হ্যান্ড ক্লাব এর পক্ষ থেকে মালেক শেখ ও অনিমেষ খান বলেন ফুটবলের প্রতি নিবেদিত প্রাণ অসিত বাবুর এই উদ্যোগকে কুর্নিশ জানাই।