|
---|
হাসান লস্কর সুন্দরবন : আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে, প্রতিবন্ধী সম্মিলনীর প্রথম সম্মেলন অনুষ্ঠান হল কোলকাতার। আর এই বিশেষ চাহিদা সম্পন্নরা স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে ও সমাজে মূল স্রোতে অন্যান্য দের মতো তারা স্বাভাবিক ছন্দে ফিরতে পারে তারই লক্ষ্যে এই বিশেষ সভার আয়োজন । বিশেষ করে সমাজের চোখে এরা অবহেলিত নিপীড়িত শোষিত বঞ্চিত যাতে না হয়।তারা নিজেদের উদ্যোগে নিজেরাই মাথা তুলে সমাজের অন্যান্য সফল মানুষের মতো জীবনযাপন করতে পারে তারই লক্ষ্যে এই মহতী সভা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্নরা কলকাতার উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়।যে সমস্ত প্রতিবন্ধী মানুষজন বিভিন্ন কারণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি তাদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়। ৩রা ডিসেম্বর রবিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে কুলতলীর ভুবনখালী দয়ালের মোড়ে প্রতিবন্ধীদের নিয়ে এক সমাবেশের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত সভায় বক্তব্য রাখেন চুপড়িঝাড়া অঞ্চলের প্রাক্তন প্রধান বিষ্ণুপদ বণিক,পঞ্চায়েত সমিতির সদস্য কাজল লতা মন্ডল এবং প্রতিবন্দী সমিতির সম্পাদক ইন্দ্রজিৎ হালদার উপস্থিত ছিলেন। একাধিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার কৃত্রিম পা বিতরণ করেন। সমস্ত প্রতিবন্ধীদের আগামী দিনে তাদের সহায়ক যন্ত্রাংশ প্রদান করার প্রতিশ্রুতি দেন স্বেচ্ছাসেবী সংগঠন।এতে প্রতিবন্ধীরা খুবই উৎসাহ পায়।