জয়নগর ১নম্বর ব্লকে বাড়ি বাড়ি ভোট প্রচারে তৃণমূল কংগ্রেসের গ্রাম সভা সমিতি প্রার্থী ও জেলা পরিষদের প্রার্থী

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের গ্রাম সভার প্রার্থী রণজিৎ সরদার, কার্তিক রুইদাস, সফিউদ্দিন মোল্লা, রহমতুল্লাহ সরদার আঙ্গিনা মোল্লা, সুরভী ঘোষাল, হাসনাহেনা মোল্লা,ও জয়নগর১নং পঞ্চায়েত সমিতি ৯ আসনে সমিতির প্রার্থী শুকুর আলী মোল্লা ও জেলা পরিষদের সমর্থন প্রার্থী বনানী গায়েন বাড়ি বাড়ি এসে প্রচার করলেন। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে চলছে জোর প্রচার। ভোট প্রচারে বাম ডান সব পক্ষ। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে কে বাজিমাত করবে তা নিয়ে পাখির চোখ করে তাকিয়ে রাজ্যবাসী। তাই প্রচারে মানুষের থেকে জানতে চান তৃণমূল কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী, রণজিৎ সরদার, সমিতির প্রার্থী শুকুর আলী মোল্লা ও জেলা পরিষদের সমর্থক প্রার্থী বনানী গায়েন। রাজাপুর, করাবেগ অঞ্চলের বাঁটরা হাঁটে ও গ্রামের মানুষদের কাছে যান। এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পর কথাগুলি তুলে ধরেন। গ্রাম সভার প্রার্থী রণজিৎ সরদার, সমিতির প্রার্থী শুকুর আলী মোল্লা ও জেলা পরিষদের প্রার্থী বনানী গায়েনের দাবি, ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। এর পাশাপাশি এলাকার মানুষদেরকে আশীর্বাদ নিতে দেখা যায়। তার নির্বাচনী প্রচার রীতিমতো জনজোয়ারে পরিণত হয়। কোথাও তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় আবার কোথাও মিষ্টিমুখের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। তাকে সমর্থন করে, তার প্রচারে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক অংশগ্রহণ করে।