এই মুহূর্তে সুন্দরবনের পর্যটনকেন্দ্র গুলিতে ভিড় জমেছে 

হাসান লস্কর ভাগবতপুর দক্ষিণ ২৪ পরগনা : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন। আর এই মুহূর্তে পর্যটকদের আগমনে নজর কেড়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। রাত পোহালেই ২৫ শে ডিসেম্বর বড়ো দিন‌ তারই পূর্বে বড়ো দিন শুরুর আগে পর্যটকের ভীড় পাথর প্রতিমার অধীনস্ত ভাগবতপুর কুমির প্রকল্পে। বিশেষত কুমির প্রজনন স্থল এই ভাগবতপুর। বিজ্ঞান সম্মত এই কুমির প্রজনন স্থলে ছোট বড় শতাধিক কুমির দেখতে পাওয়া যায়। রৌদ্রের সময় এদের দেখতে পাওয়া যায়, রৌদ্র যখন কমে যায় কুমিরের সংখ্যা ও কমতে থাকে। সুন্দরবন সংলগ্ন পর্যটন স্থানগুলিতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নদী সংলগ্ন এলাকায় এই মুহূর্তে সুন্দরবনে ভ্রমন পিপাসুদের দেখা মিলছে। পর্যটকদের যেমন ঢল নামছে, তেমনি ম্যানগ্ৰোভ অরণ্য দেখার প্রবণতা ও বাড়ছে দিনের পর দিন। কলকাতার ফুসফুস এই সুন্দরবন অরণ্য।আর এই সুন্দরবনের ম্যানগ্রোভ এবং রয়েল বেঙ্গল টাইগারের সৌন্দর্য দেখার লক্ষ্যে অগনিত মানুষজন এই মুহূর্তে সুন্দরবন লাগোয়া একাধিক নদীখাড়িতে দেখা মিলছে নদী সংলগ্ন একাধিক বিট অফিস গুলিতে,বিশেষ করে পর্যটক স্থানগুলিতে লোকের ভিড়। ভাগবতপুর লুথিয়ান দ্বীপ, বনি ক্যাম্প, ঝড়খালি, সজনে খালি,সুধন্যখালী, দোবাকি সহ একাধিক পর্যটন স্থলগুলি।