|
---|
কলকাতা: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোলকাতা থেকে এমনটাই নির্দেশ পাওয়ার পর ইসলামপুর মহকুমার ৭ জন পড়ুয়া কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিলো জেলা প্রশাসনের নির্দেশে। মঙ্গলবার ইসলামপুর মহকুমা শাসক জানিয়েছেন, ইউক্রেন থেকে ফেরত রাজ্যের সমস্ত পড়ুয়াদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন। এমনটাই নির্দেশ দেওয়া হয় রাজ্যের জেলা শাসকদের। নির্দেশ মত ইসলামপুর মহকুমা ৭ জন পড়ুয়াকে জেলা প্রশাসনের নির্দেশে ইসলামপুর মহকুমা শাসক দপ্তর থেকে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং পড়ুয়াদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য দুই জন জেলা প্রশাসনিক আধিকারিকদেরও পড়ুয়াদের সাথে পাঠানো হয়েছে বলে জানান ইসলামপুরের মহকুমা শাসক ডাক্তার সপ্তর্ষী নাগ।
ইউক্রেন ফেরত পড়ুয়ারা জানিয়েছেন, তাদের সাথে মুখ্যমন্ত্রী আগামী কাল কোলকাতায় দেখা করবেন। সেখানে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কিভাবে তারা নিজেদের পড়াশোনা চালিয়ে যাবে সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি আলোচনা করবেন বলে জানিয়েছেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা।