সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান,সংবাদিক সম্মেলন করে দল ত্যাগী বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার এর উপর ক্ষোভ ওগ্রালেন

সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান,সংবাদিক সম্মেলন করে দল ত্যাগী বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার এর উপর ক্ষোভ ওগ্রালেন

     

     

     

     

     

    বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- সামনে বিধানসভা নির্বাচনে বিধায়ক পদপ্রার্থী হিসেবে ডায়মন্ড হারবার থেকে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান নির্বাচনী ইশতেহারের বর্ণনা সহ সংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিধানসভা নির্বাচনের প্রাক মুহুর্তে সাংবাদিকদের কে তিনি বলেন আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আশীর্বাদ ও সালাম জানিয়ে উন্নয়নের লক্ষে মানুষের মূল্যবান ভোটটা আমার জন্য চাইছি ,মানুষ আমার ডাকে সাড়া দিচ্ছে তাই আমি আশাবাদী এবং তৃণমুল কংগ্রেস থেকে আসা দল তেগী বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার এর উপর একরাশ ক্ষোভ তুলে ধরেন,বলেন তিনি তৃণমূলের বিধায়ক থাকা অবস্থায় জাহাজ ইউনিয়ন দখল করা,টটো এবং বাস ইউনিয়ন দখল করা নিয়ে প্রকাশ্যে রাস্তায় বোমা বাজি হয়েছিল,এই সব একাধিক অসামাজিক কাজে নেতৃত্ব দিয়েছিলেন এই বিধায়ক এবং সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী প্রতিকুর আরো বলেন ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের মধ্যে বিধায়ক ধুতি কাছা পরে প্রবেশ করে প্রকাশ্যে বোমা পিস্তল উচিয়ে ছেলেদের কে উস্কে ছিলেন,সেই সময় সংযুক্ত মোর্চার (সিপিআইএম) প্রার্থী ঐ কলেজের ছাত্র ছিলেন,তখন আমি আক্রান্ত হয়ে ছিলাম ওদের হাতে এবং গত পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক নিজের পার্টির ছেলেদের সঙ্গে নিয়ে রাস্তায় বোমা বাজি করিয়েছেন,এখন যদি উনি গনতন্ত্রের কথা বলে তাহলে বলার কিছু নেই,আপনি যেমন করেছেন তেমনি হয়েছে এখন বিধায়ক বলছে তৃণমূলে থেকে কাজ করতে পারছিনা, বিজেপিতে গিয়ে কাজ করতে পারবো বলেছেন তার কোনো গ্যারান্টি নেই,এখন বিজেপিতে গিয়ে সাধু সাজছে,মানুষ আপনার ভাওতা বুঝে গেছে সেটা জনগন ঠিক সময় হলে বুঝিয়ে দেবে আপনাকে Iসামনে বিধানসভায় সংযুক্ত মোর্চা (সিপিআইএম) জয়ী হলে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন যেমন ডায়মন্ড হারবার শহরে যানজট মুক্ত করতে মানুষের কাছে যাবো,জনগন জে ভাবে বলবে সেরকমই পরিকল্পনা করবো বলে আশ্বাস দেন এবং আমরা আগামী দিনে নতুন সোনার বাংলা গড়ে সাধারণ মানুষদের উপহার দেবো।