বৃত্তি পরীক্ষায় ১১০৭ জন ছাত্র ছাত্রীর অংশগ্রহণ মথুরাপুরে

বাবলু হাসান লস্কর : দক্ষিণ ২৪ পরগনার, মথুরাপুর-২ ব্লকের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ আয়োজিত প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি )১২ অক্টোবর থেকে শুরু হয়েছে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৭-৩০ টায় পরীক্ষা শুরু হবে। মথুরাপুর ২ ব্লক এলাকায় ১০টি হাই স্কুলে এই সেন্টার হয়েছে। ১১০৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসল সেন্টার গুলি হল রায়দিঘি শ্রীফলতলা চন্দ্রকান্ত হাই স্কুল, কুমড়োপাড়া দেলোয়ার হোসেন বিদ্যাপীঠ , নন্দকুমার পুর হাই স্কুল ,কন কন দিঘী বাবুজান সিপাই হাই স্কুল, যোগেন্দ্রপুর হাই স্কুল, নগেন্দ্র পুর হেমন্ত কুমারী হাই স্কুল, চাপলা হাই স্কুল, কোম্পানির ঠেক
বামাচরণ বিদ্যাপীঠ, কাশিনগর হাই স্কুল, গিলার ছাট হাই স্কুল ইত্যাদি। ১৯৯২ সাল থেকে বেসরকারিভাবে এই পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। প্রাথমিক স্তরে পাশ ফেল চালু রাখা এবং গুরুত্ব সহকারে ইংরাজী পড়ানো সহ পরীক্ষা ব্যবস্থা কে সামনে রেখে পরীক্ষা প্রস্তুতির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার মনোভাব তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি ঘটানোর লক্ষ্যে এই পরীক্ষা প্রতি বছর সংগঠিত হয়। পশ্চিমবঙ্গে এ বছর ২০২২ সালে পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ২০৪ জন। সকল ছাত্র-ছাত্রী সুষ্ঠ ভাবে পরীক্ষা দেয়।